01

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। শেষ দিনে এখন পর্যন্ত দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ওয়ার্কার্স পার্টির নুৎফুল নেছা খান এবং স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। অল্পকিছু ক্ষণের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ওবায়দুল কাদেরের নেতৃত্বে মনোনয়নপত্র জাম দিতে নির্বাচন কমিশনে (ইসি) আসবেন। আগামীকাল (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রত্যাহারের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৪ মার্চ।

মানবতার সেবায় এগিয়ে আসুন। বৃদ্ধাশ্রমে অবস্থিত মায়েদের সহযোগীতা হাত বাড়িয়ে দিন। সহযোগীতা প্রদান করতে- 01711 90 17 30, 01511 90 17 30, 01974 90 17 30 (বিকাশ ও নগদ) পারসোনাল।