হিউম্যানিটি ফাউন্ডেশন এর উদ্দ্যেগে উদয় মা ও শিশু পূর্ণবাসন কেন্দ্রে সুসম খাবর বিরতরণ করা হয়েছে। বৃদ্ধাশ্রমে অবস্থিত ৩৫ জন মায়ের মাঝে ও ১০০ জন অনাথ এতিম শিশুদের মাঝে এই খার বিতারন করা হয়। হিউম্যানিটি ফাউন্ডেশন এর সদস্যবৃন্দু এই মহতি উদ্দ্যেগটি বাস্তবায়ন করেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে পথিক, শ্রমিক, রিক্সা চালক ও ভিক্ষুক এর মাঝে ২২০ প্যাকেট খাবার বিতরণ করেন। হিউম্যানিটি ফাউন্ডেশন এর একি একটি রুটিন কাজ প্রতি মাসে এক থেকে দুই বার এই কার্যক্রম পরিচালনা করে থাকেন।