কুষ্টিয়ায় বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে আসবাপত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’

বৃদ্ধাশ্রমে সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে ব্যবহারিক আসবাপত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে অবস্থিত উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে ৩টি চৌকি ও ১টি সিলিং ফ্যান প্রদান করে তারা। এসময় তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, উদয় মা ও শিশু পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মাদ মিঠু, আফরোজা খাতুন, তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন, সহ-সভাপতি ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, সাবেক সাধারণ সম্পাদক তাইয়েব হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তারুণ্যের উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘মায়েদের জায়গা প্রকৃতার্থে বৃদ্ধাশ্রম নয় বরং তাদের জায়গা পরম মমতা ও যত্নের সাথে সন্তানের কোল। এখানকার প্রতিটি মা যেদিন নিজের ঘরে ফিরে যাবেন, সেদিন এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য পূর্ণতা পাবে।’ তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন বলেন ‘পিতামাতা সন্তানের জন্য কখনোই বোঝা নয়। তারা আমাদের সম্পদ। পিতামাতার সকল দায়িত্ব নেওয়া সন্তানের কর্তব্য। সবাই যদি সেই দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে, তাহলে আমাদের আজকের এই কর্মসূচী সফল ও স্বার্থক হবে।’

মানবতার সেবায় এগিয়ে আসুন। বৃদ্ধাশ্রমে অবস্থিত মায়েদের সহযোগীতা হাত বাড়িয়ে দিন। সহযোগীতা প্রদান করতে- 01711 90 17 30, 01511 90 17 30, 01974 90 17 30 (বিকাশ ও নগদ) পারসোনাল।