বৃদ্ধাশ্রমে সুবিধা বঞ্চিত মায়েদের মাঝে ব্যবহারিক আসবাপত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে অবস্থিত উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে ৩টি চৌকি ও ১টি সিলিং ফ্যান প্রদান করে তারা। এসময় তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, উদয় মা ও শিশু পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক মোহাম্মাদ মিঠু, আফরোজা খাতুন, তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন, সহ-সভাপতি ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, সাবেক সাধারণ সম্পাদক তাইয়েব হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তারুণ্যের উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘মায়েদের জায়গা প্রকৃতার্থে বৃদ্ধাশ্রম নয় বরং তাদের জায়গা পরম মমতা ও যত্নের সাথে সন্তানের কোল। এখানকার প্রতিটি মা যেদিন নিজের ঘরে ফিরে যাবেন, সেদিন এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য পূর্ণতা পাবে।’ তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন বলেন ‘পিতামাতা সন্তানের জন্য কখনোই বোঝা নয়। তারা আমাদের সম্পদ। পিতামাতার সকল দায়িত্ব নেওয়া সন্তানের কর্তব্য। সবাই যদি সেই দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে, তাহলে আমাদের আজকের এই কর্মসূচী সফল ও স্বার্থক হবে।’